public/icons8-arrow-back-96.pngসকল

বিলুপ্তির পথে চড়ুইপাখি

মো:রফিকুল ইসলাম

রবিবার, ১২ মে, ২০২৪ এ ১:৩৯ AM
https://i.ibb.co/9WFsYRD/House-Sparrow-M-I-IMG-7881.jpg
দুই দশক আগেও আমাদের দেশের সকল গ্রাম এবং শহরে চড়ুই পাখির অবাধ বিচরণ দেখা গেলেও এখন এদের সংখ্যা আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে। এমনকি বর্তমানে বড় বড় শহরগুলোতে চড়ুই পাখি দেখতে পাওয়া যায় না বললেই চলে। গ্রামেও এদের বিচরণ অনেকটাই কমে এসেছে। খাদ্য সংকট, আবাসস্থল ধ্বংস এবং শিকারের ফলে এই পাখিটি এখন বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে |বনে যেমন বাঘ থাকে, তেমনি শহরে থাকে চড়ুই- আজকের সামগ্রিক পরিস্থিতিকে এক কথায় এভাবেই প্রকাশ করা যেতে পারে। কেননা, চড়ুইয়ের মাধ্যমে একটি শহরের স্বাভাবিক পরিবেশ ও প্রাণীবৈচিত্রের অবস্থা ফুটে ওঠে; যেমনিভাবে একটি প্রতিবেশে থেকে বাঘের সংখ্যা কমে যাওয়ার মাধ্যমে সেই প্রতিবেশের দূরাবস্থার চিত্র প্রকাশ পায়। চড়ুইয়ের অস্তিত্ব হুমকির মুখে পড়ার জন্য এককভাবে কোনো একটি কারণ দায়ী নয়, বরং মানুষের কর্মকাণ্ডের দায় সবচেয়ে বেশি।নাট্যকার ও গবেষক সালাহ্উদদীন আহমেদ মিলটন বলেন, প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে আমদের সবুজ বৃক্ষ। নির্বিচারে বৃক্ষ নিধনের মাধ্যমে পাখিদের আবাসস্থান ধ্বংস এবং বিভিন্ন ফসলের ক্ষেতে ক্ষতিকর কীটনাশক প্রয়োগের প্রভাবে দিনদিন হারিয়ে যাচ্ছে চিরচেনা এ সব দেশীয় পাখিগুলো। তাছাড়া পাখি শিকার বিষয়ে আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ হচ্ছে না বলে মনে করেন সচেতন মহল।

Copyright © 2024

Daily Metro All rights reserved

Privacy Policy
fb.pngX.pnggmail.pngig.pngwhatsApp.png