public/icons8-arrow-back-96.pngসকল

চবির শহীদ আব্দুর রব হলের পানি নাকি শরবত!

নাফিউল ইকবাল

চবি

মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ এ ৭:২৭ PM
https://i.ibb.co/VCCMnmh/IMG-20240611-WA0004.jpg
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের চতুর্থ তলার পশ্চিম ব্লকের পানিকে শরবত ভেবে ভুল করা অস্বাভাবিক কিছু না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মধ্যে সুপেয় পানির সংকট রয়েছে দীর্ঘদিন ধরে। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন হলে পানির নানা সংকট চলছে হলটিতে। শিক্ষার্থীদের এই অভিযোগের প্রেক্ষিতে হল প্রশাসন কোন উদ্যোগ গ্রহন করেনি।

প্রায় পাঁচ শতাধিকের বেশি শিক্ষার্থী বর্তমানে অবস্থান করছে হলটিতে কিন্তু তাদের জন্য সুপেও পানির পর্যাপ্ত কোন ব্যবস্থা নেই।

নীচতলায় একটি ফিল্টারে দুটি মাত্র টাপের ব্যবস্থা রয়েছে। এ ব্লকের ২য় তলায় একটি ফিল্টার থাকলেও তা বেশিরভাগ সময় নষ্ট হয়ে পরে থাকে। দূর থেকে পানি পরিবহন করা শিক্ষার্থীর সময় নষ্ট করছে। পানি আনতে গিয়ে নানা রকম দুর্ভোগে পড়ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি প্রতিটি তালায় তালায় অন্তত দুটি করে ফিল্টারের ব্যবস্থা করতে। পাঁচ শতাধিক শিক্ষার্থীর জন্য একটি মাত্র ফিল্টার এবং দুটি মাত্র ট্যাব কোনভাবেই গ্রহণযোগ্য না। শহীদ আব্দুর রব হলের শিক্ষার্থী তানভীর আহাম্মেদ জানান-
"প্রতিদিন তিন বেলা নিচ থেকে পানি নিয়ে আসা আমাদের জন্য খুবই কষ্টের। বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশে থেকে এমন পানির সংকট কখনো কাম্য নয় আমরা খুব দ্রুত হল প্রশাসনের সহযোগিতা কামনা করি"

শিক্ষার্থীদের দাবি গোসলের পানিতেও রয়েছে নানা সমস্যা। ট্যাপ ঘুরালেই বের হয়ে আছে লালচে ধুসর পানি। গোসলের কারণে নানা ধরনের চর্মরোগ দেখা যায় শিক্ষার্থীদের মাঝে। যা প্রতিনিয়ত বিরুপ আকার ধারণ করছে। হালটিতে একটি সুইমিং পুলের ব্যবস্থা থাকলেও তা বেশিরভাগ সময়ে অপরিচ্ছন্ন অবস্থায় রাখা হয়। সুইমিং পুলটির অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরা সেখানে গোসল করতে পারে না।

অন্যান্য অবকাঠামগত উন্নয়নের চাইতে এখন সুপেয় ও নিরাপদ পানি নিশ্চিত করা হল প্রশাসনের অন্যতম দায়িত্ব বলে মনে করেন শিক্ষার্থীরা।
বিস্তারিত: https://www.dailymetro.net/144

Copyright © 2024

Daily Metro All rights reserved

Privacy Policy
fb.pngX.pnggmail.pngig.pngwhatsApp.png