public/icons8-arrow-back-96.pngসকল

দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়সহ প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশনে স্থান পেলো হাবিপ্রবি

মোঃ আওলাদ হোসেন,

হাবিপ্রবি প্রতিনিধি

বুধবার, ১২ জুন, ২০২৪ এ ১১:৪৮ PM
https://i.ibb.co/28LSh8t/IMG-20240612-WA0006.jpg
প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে দেশের দ্বিতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। এ লক্ষ্যে হাবিপ্রবির পক্ষ থেকে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত  তথ্য প্রদান করা হয়, এবং টাইমস হায়ার এডুকেশন বুধবার (১২ জুন) সকাল ১০ টায় ফলাফল প্রকাশ করেন।

এই র‍্যাঙ্কিংয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) পূরণে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়ন করা হয়ে থাকে। দারিদ্র্য বিমোচন (এসডিজি ১), ক্ষুধা মুক্তি (এসডিজি ২), সুস্বাস্থ্য ও কল্যাণ (এসডিজি ৩), মানসম্মত শিক্ষা (এসডিজি ৪), লিঙ্গ সমতা (এসডিজি ৫), নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন (এসডিজি ৬), সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি (এসডিজি ৭), শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি (এসডিজি ৮), শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো (এসডিজি ৯), অসমতার হ্রাস (এসডিজি ১০), টেকসই নগর ও জনবসতি (এসডিজি ১১), পরিমিত ভোগ ও উৎপাদন (এসডিজি ১২), জলবায়ু কার্যক্রম (এসডিজি ১৩), জলজ জীবন (এসডিজি ১৪), স্থলজ জীবন (এসডিজি ১৫), শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান (এসডিজি ১৬), লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব (এসডিজি ১৭) মোট ১৭ টি টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) ছিল। সেক্ষেত্রে ১৭ নং এসডিজি সহ সর্বনিম্ন ৩ টি তে তথ্য দিয়ে আবেদন করতে হয়েছিল।

এর মধ্যে এসডিজি-২: ক্ষুধা মুক্তি, এসডিজি–৪: মানসম্মত শিক্ষা, এসডিজি-৫: লিঙ্গ সমতা ক্যাটাগরিতে আবেদন করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ক্ষুধা মুক্তি ক্যাটেগরিতে ৪৬.৯-৫৪.৩ ( বৈশ্বিক র‌্যাঙ্কিং = ৩০১-৪০০ ), মানসম্মত শিক্ষা ক্যাটেগরিতে ২৫.৭-৪৪.১ ( বৈশ্বিক র‌্যাঙ্কিং = ১০০১-১৫০০ ), লিঙ্গ সমতা ক্যাটেগরিতে ২.২-৩৫.২ ( বৈশ্বিক র‌্যাঙ্কিং= ১০০১+ ) এবং লক্ষ্যের জন্য অংশীদারিত্ব ক্যাটেগরিতে ৩৬.৯-৫২.৮ ( বৈশ্বিক র‌্যাঙ্কিং= ১০০১-১৫০০ ) নম্বর পেয়েছে হাবিপ্রবি।

দেশের মোট ১৯ টি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। উক্ত র‌্যাঙ্কিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর বেশ্বিক র‌্যাঙ্কিং ১৫০০১+ তম, দেশের ১৯টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাঝে ১৭তম এবং দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঝে ২য় স্থান অধিকার করে।

বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতির জন্য হাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান শুরু থেকেই ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় হাবিপ্রবিকে  র‌্যাংকিং ভুক্ত করতে তিনি  অত্র বিশ্ববিদ্যালয়ের  প্রফেসর ড. মো: নাজিম উদ্দিনকে আহ্বায়ক  ও প্রফেসর ড. মো: জামাল উদ্দিনকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেন। এছাড়াও মার্কেটিং বিভাগের প্রভাষক আসাদুজ্জামান বাবু কমিটির কাজে সহযোগিতায় ছিলেন।

প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশনে স্থান পাওয়ার বিষয়ে জানতে চাইলে হাবিপ্রবির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ জামাল উদ্দিন বলেন, আমাদের বিশ্ববিদ্যায়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় প্রতিটি বিষয়ে অনেক আন্তরিক। তিনি বিশ্ববিদ্যালয়কে বিশ্ব পরিমন্ডলে তুলে ধরার জন্য ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে দেন। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে হাবিপ্রবি টাইমস হায়ার এডুকেশনসহ অন্যান্য র‌্যাঙ্কিংয়ে ভালোভাবে স্থান  করে নিবে।  তবে এক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা দরকার।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড.মোঃ মাহাবুব হোসেন বলেন, ভিসি স্যার বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিষয়ে অত্যন্ত আন্তরিক। তারই নির্দেশনায় হাবিপ্রবি আজ বিশ্ব পরিমন্ডলে স্থান করে নিলো।হাবিপ্রবির এমন অর্জন আমাদের ভবিষ্যতে এগিয়ে চলার অনুপ্রেরণা। 

Copyright © 2024

Daily Metro All rights reserved

Privacy Policy
fb.pngX.pnggmail.pngig.pngwhatsApp.png