public/icons8-arrow-back-96.pngসকল

মাভাবিপ্রবির নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. মুছা মিয়া

বিজয় সরকার

মাভাবিপ্রবি প্রতিনিধি

রবিবার, ৩০ জুন, ২০২৪ এ ৬:১৮ PM
https://i.ibb.co/f1q1qnw/IMG-20240630-WA0003.jpg
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এর নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মুছা মিয়া। আজ রবিবার পূর্বাহ্নে তিনি প্রক্টরের দায়িত্ব গ্রহন করেছেন।

এ বিষয়ে মাভাবিপ্রবির নতুন দায়িত্বপ্রাপ্ত প্রক্টর গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মুছা মিঞা বলেন, শিক্ষার্থীরা সবসময় আমার কাছে প্রাধান্য পাবে। আমার ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি দায়িত্ব পালনের সৌভাগ্য হয়েছে।আমি সবসময় শিক্ষার্থী বান্ধব কিছু করার চেষ্টা করি। কিভাবে সাধারণ শিক্ষার্থীরা উপকৃত হবে, আমি তার চেষ্টা করবো। ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে প্রাধান্য পায় এবং তাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো।

উল্লেখ্য, তিনি ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান, ২০১৩-২০১৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউস টিউটর এবং বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের পরিচালকের দায়িত্ব পালন করছেন এবং নবনিযুক্ত প্রক্টরের দায়িত্ব পেয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নতুন প্রক্টর দায়িত্ব পাওয়ার পূর্বে প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ই.এস.আর.এম) বিভাগের অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক। তিনি ১ জুলাই, ২০২১ থেকে আজ ২৮ জুন, ২০২৪ পর্যন্ত তিনি প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

Copyright © 2024

Daily Metro All rights reserved

Privacy Policy
fb.pngX.pnggmail.pngig.pngwhatsApp.png