public/icons8-arrow-back-96.pngসকল

পেনশন বিড়ম্বনায় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হাবিপ্রবির ক্লাস পরীক্ষা

মোঃ আওলাদ হোসেন

হাবিপ্রবি প্রতিনিধি

সোমবার, ১ জুলাই, ২০২৪ এ ১০:৫১ AM
https://i.ibb.co/zbQ18dD/IMG-20240701-WA0001.jpg
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিশ্রুত সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে দেশব্যাপী কর্মসূচি চলছে। একই ভাবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কর্মসূচী পালন করেছেন। পাশাপাশি আগামীকাল (১ জুলাই, ২০২৪) থেকে সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

টানা তিন দিন অর্ধদিবস কর্মসূচি শেষে রবিবার (৩০ জুন) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কর্মবিরতি ও দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদা একাডেমিক ভবনের নিচে ঘন্টা ব্যাপি  অবস্থান কর্মসূচি পালন করে হাবিপ্রবি শিক্ষক সমিতি।

উক্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাদেকুর রহমান,  হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায়সহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষকবৃন্দ।

উক্ত কর্মসূচিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাদেকুর রহমান বলেন, "জাতিকে অন্ধকারে ঠেলে দিতে এই স্কিম তৈরি করা হয়েছে। যে শিক্ষকরা জাতি গঠনের কাজ করবে তাদের অবস্থানকে যদি আপনারা তলানিতে নিয়ে যান, তবে কী প্রজন্ম আসবে আমাদের সামনে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে কোন আশ্বাস দেওয়া হয় নাই। তাই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাথে একাত্মতা পোষণ করে আগামী সোমবার থেকে আমরা সর্বাত্মক কর্মবিরতিতে যাব।"

এসময় তিনি আরো ঘোষণা দেন, "১ তারিখ থেকে সকল বিভাগের ক্লাস,পরীক্ষা বন্ধ থাকবে।"
কতদিন বন্ধ থাকবে জানতে চাইলে তিনি বলেন, "এটা সঠিক বলা যাচ্ছে না, তবে সরকার আমাদের দাবি যতদিন না মানবে ততদিন সব বন্ধ থাকবে আর সরকার দাবি মেনে নিলে আমরা ক্লাস, পরীক্ষায় ফিরে যাব।"

উক্ত কর্মসূচি উপলক্ষে হাবিপ্রবি শিক্ষক সমিতি নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করেছে যা ০১ জুলাই ২০২৪ থেকে কার্যকর হবেঃ

১। এ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল পর্যায়ের নিয়মিত ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে।অনলাইন ক্লাস, সান্ধ্যকালীন ক্লাস, সাপ্তাহিক ছুটির দিনের প্রফেশনাল কোর্সের ক্লাসও বন্ধ থাকবে।
২। সকল ফাইনাল পরীক্ষা বর্জন করা হবে। মিডটার্ম, কুইজ, ক্লাস টেস্ট গ্রহন করা হবে না।
৩। ডিন অফিস, বিভাগীয় অফিসের কার্যক্রম বন্ধ থাকবে। দাপ্তরিক সভা, একাডেমিক সভা, বিভাগীয় উন্নয়ন কমিটির সভা, প্রশ্নপত্র মডারেশন সভা বন্ধ থাকবে।
৪। সিলেকশন বোর্ডের সভা, সেমিনার, প্রশিক্ষণ, গুচ্ছসহ সকল প্রকার ছাত্র - ছাত্রী ভর্তি, নবীন বরণ ইত্যাদি কার্যক্রম থেকে শিক্ষকরা বিরত থাকবে।
৫। শিক্ষকগণের জন্য প্রযোজ্য সকল প্রশাসনিক অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত শিক্ষকগণ দায়িত্ব পালন থেকে বিরত থাকবে।

Copyright © 2024

Daily Metro All rights reserved

Privacy Policy
fb.pngX.pnggmail.pngig.pngwhatsApp.png