public/icons8-arrow-back-96.pngসকল

অড সিগনেচার ব্যান্ডের কার্যক্রম বন্ধ ঘোষণা

রবিবার, ১২ মে, ২০২৪ এ ৫:০৯ PM
https://i.ibb.co/5rkNDqs/334087817-1360546171407131-2725920544505172994-n.jpg
এক সড়ক দুর্ঘটনায় ভোকালিস্ট ও গিটারিস্ট তানভীর আহাসান পিয়ালের মৃত্যুর পর অনির্দিষ্টকালের জন্য ব্যান্ডের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে অড সিগনেচার। সিলেটে এক কনসার্টে যাওয়ার পথে গতকাল শনিবার ভোরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পিয়াল। ব্যান্ডের সদস্যদের বহনকারী মাইক্রোবাসের চালক আবদুস সালামও মারা গেছেন। ব্যান্ডের বাকি সদস্যেরা আহত হয়েছেন।এর মধ্যে রোববার সকালে এক ফেসবুক পোস্টে ব্যান্ডের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে অড সিগনেচার। ব্যান্ডটির নতুন অ্যালবাম প্রকাশের কথা ছিল, সেটিও আটকে গেল। আপাতত নতুন কোনো শোতেও পাওয়া যাবে না অড সিগনেচারকে। পিয়ালকে হারানোর শোক সামলিয়ে অড সিগনেচার কবে ফিরবে—তা এখনো জানা যায়নি। গতকাল দুপুরে পিয়ালের মৃত্যুর খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ গায়কের অকালপ্রয়াণে শিরোনামহীন, অ্যাশেজ, শূন্যসহ বেশ কয়েকটি ব্যান্ড শোক জানিয়েছে।

Copyright © 2024

Daily Metro All rights reserved

Privacy Policy
fb.pngX.pnggmail.pngig.pngwhatsApp.png