public/icons8-arrow-back-96.pngসকল

বাবার জন্য কিডনি বিক্রি করতে চাওয়া জবি শিক্ষার্থীর ক্যাম্পাসে ফ্রি গান গাওয়ার ঘোষণা

মঙ্গলবার, ২১ মে, ২০২৪ এ ৯:২৬ PM
https://i.ibb.co/dkbv0py/Screenshot-2024-05-21-21-21-18-67-a23b203fd3aafc6dcb84e438dda678b6-2.jpg
সবার ভালোবাসায় মুগ্ধ হয়ে নতুন ঘোষণা দিলেন হৃদরোগে আক্রান্ত বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে নিজের কিডনি বিক্রি কর‍তে চাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ সংগীতশিল্পী ফতেহ আলী খান আকাশ। নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজীবন ফ্রি গান গাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে অনেকটা সিদ্ধান্তহীনতায় পড়েন আকাশ। এ অবস্থায় গত ১৪ মে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার চিকিৎসার জন্য নিজের কিডনি বিক্রি করবেন বলে পোস্ট দেন। সেই পোস্ট দেখে এগিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলীসহ সহপাঠী, বন্ধু, চেনা-অচেনা অনেকেই। তাদের সবার সহযোগীতায় অবশেষে সফলভাবে সম্পন্ন হয়েছে তার বাবার হার্টের অপারেশন। সংগীত বিভাগের সহকারী অধ্যাপক অনিমা রায়কে সঙ্গে নিয়ে বাবার সঙ্গে আকাশ বাবার অপারেশনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আকাশ লিখেছেন, ‘আগামীকাল আব্বুর অপারেশন। আমার খারাপ সময়ে যারা পাশে ছিলেন, সবার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। বিশেষ করে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্রলীগ, আমার সহপাঠী ভাই ও বন্ধু এবং চেনা-অচেনা সবাইকে অনেক ধন্যবাদ জানাই।’ ‘আমার আব্বুর পেইসমেকার লাগানোর জন্য প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার প্রয়োজন ছিল, তা আমি পেয়েছি। কিন্তু অপারেশন পরবর্তীতে অনেক খরচ আছে। আমাকে এখন আর টাকা দিয়ে সাহায্য না করে কাজ দিন, গানের প্রোগ্রাম দিন। আশা করি বাকি খরচ আমি নিজেই ম্যানেজ করতে পারব। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা।’ পরবর্তীতে ফেসবুকে অন্য এক পোস্টে আকাশ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাকে এত ভালোবাসে, সব শিক্ষক-শিক্ষার্থী আমাকে এতটা সাপোর্ট করে, যা দেখে আমি আপ্লুত। ভবিষ্যতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব কনসার্টে ফ্রি গান গাইব আমি
বিস্তারিত: চ্যানেল ২৪

Copyright © 2024

Daily Metro All rights reserved

Privacy Policy
fb.pngX.pnggmail.pngig.pngwhatsApp.png