public/icons8-arrow-back-96.pngসকল

ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলেন জবির বাংলা বিভাগের অধ্যাপক

রবিবার, ২৬ মে, ২০২৪ এ ৬:২৫ PM
https://i.ibb.co/LQ1tNGG/Screenshot-2024-05-26-18-22-20-16-a23b203fd3aafc6dcb84e438dda678b6-2.jpg
বোন ম্যারো (অস্থিমজ্জা) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানম।রোববার (২৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। এ বিষয়ে কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, আমাদের প্রিয় সহকর্মী অধ্যাপক শিল্পী খানম আমাদের মাঝে আর নেই, সেটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। বিভাগে বিভাগের বাইরে সবার কাছে প্রিয় ছিলেন শিল্পী। তার চলে যাওয়ার শোক কীভাবে আমরা কাটিয়ে উঠবো সেটাই ভেবে পাচ্ছি না।প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের সর্বত্র।তারিকুল ইসলাম নামে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী ফেসবুকে লেখেন, আমাদের শহরজুড়ে এখন কেবলই অন্ধকার। মরণঘাতি ক্যান্সার কেড়ে নিলো আমাদের মাকে। আমরা কিছুই করতে পারলাম না। ওপারে ভালো থাকবেন ম্যাম। আতিক মেসবাহ্ লগ্ন নামে আরেক শিক্ষার্থী বলেন, কিছুদিন আগে ম্যাম বিভাগে এসেছিলেন। সুস্থ হয়ে পরিবার, সন্তান নিয়ে বেঁচে থাকার তীব্র বাসনার সরল প্রকাশ করলেন। মাতৃস্নেহে আগলে রেখেছিলেন আমাদের। সকলে ম্যামের বিদেহী আত্মার মাগফিরাতে দোয়া করবেন।

Copyright © 2024

Daily Metro All rights reserved

Privacy Policy
fb.pngX.pnggmail.pngig.pngwhatsApp.png