public/icons8-arrow-back-96.pngসকল

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় স্বামীসহ আহত নোবিপ্রবির শিক্ষিকা, ছেলে নিহত

বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ এ ৭:১৫ PM
https://i.ibb.co/nRdfZcQ/Screenshot-2024-05-30-19-12-58-08-a23b203fd3aafc6dcb84e438dda678b6-2.jpg
প্রাইভেটকারের সাথে ট্রাকেরর মুখোমুখি সংঘর্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষিকা ড. সালমা আক্তার ও তার স্বামী ডা. সাইফুল আমিন আহত হয়েছেন। এই ঘটনায় নিহত হয়েছে তাদের ১১ মাস বয়সী একমাত্র ছেলে অনিন্দ্য। মঙ্গলবার (২৮ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান পাট্রিসিয় কাউন্টি শহরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কয়েকদিন আগে স্বামী-সন্তান নিয়ে ঘুরতে বের হন সালমা আক্তার। মঙ্গলবার বাসায় ফেরার পথে সান পাট্রিসিয় কাউন্টি শহরে দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক ছেলে অনিন্দকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি সালমা আক্তারকে আইসিইউতে স্থানান্তর করে। এছাড়াও তার স্বামী ডা. সাইফুল আমিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ড. সালমা আক্তার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক, জাপানে পিএইচডি শেষ করে ২০২২ সালে পোস্টডকের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে যান। তিনি সেখানকার সান আন্তিনো শহরে স্বামী-সন্তান নিয়ে থাকতেন।

Copyright © 2024

Daily Metro All rights reserved

Privacy Policy
fb.pngX.pnggmail.pngig.pngwhatsApp.png