public/icons8-arrow-back-96.pngসকল

সুন্দরবনে পাওয়া গেল আরও ৩১ হরিণের মরদেহ

শুক্রবার, ৩১ মে, ২০২৪ এ ১১:৪৮ PM
https://i.ibb.co/D16qBYX/image-380x240-5e3ea2a7e1257.jpg
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বিভিন্ন চর থেকে আরও ৩১ টি হরিণের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গেল কয়েক দিনে ১২৭টি হরিণ ও চারটি বন্য শূকরের মরদেহ উদ্ধার করা হয়েছে।


শুক্রবার (৩১ মে) রাতে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে এ তথ্য জানান।
এর আগে মোট ৯৬টি হরিণ এবং ১টি শূকরের মরদেহ উদ্ধার করে বন বিভাগ। এছাড়া আহত অবস্থায় ১৮টি হরিণ ও একটি অজগর উদ্ধার করা হয়। পরে এসব প্রাণী বনে অবমুক্ত করা হয়েছে।

মিহির কুমার দে আরও বলেন, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সুন্দরবনের অনেক ক্ষতি হয়েছে। জোয়ার-জ্বলোচ্ছাসের পানিতে সুন্দরবনের বেশিরভাগ অংশ প্লাবিত হয়েছে। মিঠা পানির পুকুরগুলোতে সব লবন পানি ঢুকে পড়েছে।
ঝড়ের পরে বনের কটকা, কচিখালী , করমজল ,পক্ষীর চর, ডিমের চর, শেলারচর ও নারিকেলবাড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে হরিণের ১২৭টি মৃত দেহ উদ্ধার করা হয়েছে। চারটি বন্য শূকরের মরদেহ পাওয়া গেছে। এসকল মরদেহ মাটি চাপা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে ১৮টি জীবিত হরিণ এবং একটি জীবিত অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়ে

Copyright © 2024

Daily Metro All rights reserved

Privacy Policy
fb.pngX.pnggmail.pngig.pngwhatsApp.png