public/icons8-arrow-back-96.pngসকল

পদোন্নতি পেয়ে অধ্যাপক হলেন হিজাব নিয়ে কটাক্ষ করা রাবির সেই শিক্ষক

মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ এ ৯:২৬ PM
https://i.ibb.co/6P018Bt/Screenshot-2024-06-04-21-22-39-91-a23b203fd3aafc6dcb84e438dda678b6-2.jpg
হিজাব-নিকাব পরায় ছাত্রীদের কটাক্ষ ও হেনস্থা করা এবং মেসেঞ্জারে আপত্তিকর মেসেজ পাঠানোর অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষক হাফিজুর রহমানকে ৫ বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়। গত ১২ মার্চ দেয়া এই শাস্তির তিন মাস পার না হতেই অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন তিনি। সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ৫৩১তম সিন্ডিকেট সভায় তাকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত হয়।
শিক্ষক ও শিক্ষার্থীরা বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন। তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এটা স্বাভাবিক। তাকে শুধু একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ওই শিক্ষক মুসলিম ধর্মকে অবমাননা করেছেন। তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার দরকার ছিল। তবুও বিভাগের নির্ধারিত শাস্তিকে আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু প্রশাসন এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ওই শিক্ষক মুসলিম ধর্মকে অবমাননা করেছেন। তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার দরকার ছিল। তবুও বিভাগের নির্ধারিত শাস্তিকে আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু প্রশাসন এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বলেন, বিভাগের পরিকল্পনা কমিটির পক্ষ থেকে তার পদোন্নতির সুপারিশ করা হয়েছিল। এর আগে, তাকে অব্যাহতির সুপারিশও করা হয়েছিল। সিন্ডিকেট এখনো অব্যাহতির সুপারিশটা গ্রহণ করেনি বা, কিছু জানায়নি। তারা গতকালই ঘটনাটির তদন্তের জন্য কমিটি গঠন করেছে বলে শুনলাম। পাশাপাশি পদোন্নতিও দিয়েছে।
বিস্তারিত: https://thedailycampus.com/universities/144445?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR2DL1bQ_g8Me1EFOlk0gCIS_hljDzXY_pIrwCtPigSgXMy0TbWfALQVgBs_aem_AeZH4oqQ3W45jXSm2NLJwnYmYNd9r8P6393tTT-ePiw7z8U0oQ31TJY12K8ZuOhsaxdVQg-X6SEWTdpGs1MhJD3R

Copyright © 2024

Daily Metro All rights reserved

Privacy Policy
fb.pngX.pnggmail.pngig.pngwhatsApp.png