public/icons8-arrow-back-96.pngসকল

কোটা বাতিল ও চাকরিতে ৩৫ এর প্রজ্ঞাপন দিতে রবিবার পর্যন্ত আল্টিমেটাম

শুক্রবার, ৭ জুন, ২০২৪ এ ২:১৩ PM
https://i.ibb.co/CVCLrYL/144650-157.jpg
হাইকোর্টের রায়ের মাধ্যমে ফেরা কোটা বাতিল এবং চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এর প্রজ্ঞাপন দিতে সরকারকে রবিবার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। আল্টিমেটামের ঘোষণা দেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ আহ্বায়ক শরিফুল হাসান শুভ ।
শুক্রবার (৭ জুন) সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা। এসময় এ দুটি দাবি নিয়ে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিক্ষার্থী সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এছাড়াও চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এর দাবিতে আজ শুক্রবার ঢাবি ক্যাম্পাসে ‘৩০ এর কারাগার থেকে মুক্তি’ প্রতীকী প্রতিবাদের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ আহ্বায়ক শরিফুল হাসান শুভ বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ী ভাবে বৃদ্ধি চাচ্ছে অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ চেয়ে আন্দোলন করে আসছে। তার ধারাবাহিকতায় ৩০ আগস্ট ২০২৩ ইং থেকে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে দাবি বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে মাঠে কর্মসূচি চলমান রয়েছে। কোটা ও বয়স বৃদ্ধি আন্দোলন দুটিই সাধারণ শিক্ষার্থীদের মৌলিক ও ন্যায্য দাবি। সেই সাথে ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী মহান জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। ৬ বছর পর এসে ২০২৪ সালে সেই পরিপত্র বাতিল করে আবার কোটা বহাল রাখার সিদ্ধান্ত দিয়েছে মহামান্য হাইকোর্ট। সরকারকে আগামী রবিবার মধ্যে কোটা বাতিল ও চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রজ্ঞাপন দিতে হবে। এসময় তিনি দাবি আদায়ে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিক্ষার্থী সমাবেশের ঘোষণা দেন। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এর দাবিতে আজ শুক্রবার ঢাবি ক্যাম্পাসে ‘৩০ এর কারাগার থেকে মুক্তি’ প্রতীকী প্রতিবাদের ঘোষণা দেন। উল্লেখ্য দেশজুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার। গতকাল বুধবার হাইকোর্ট পরিপত্রটি অবৈধ ঘোষণা করে। প্রতিবাদে ওইদিন থেকেই সরব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে বিভিন্ন ব্যানারে পৃথকভাবে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

Copyright © 2024

Daily Metro All rights reserved

Privacy Policy
fb.pngX.pnggmail.pngig.pngwhatsApp.png