public/icons8-arrow-back-96.pngসকল

বেনজীরের রিসোর্টের মাছ চুরি, মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা

শনিবার, ৮ জুন, ২০২৪ এ ২:৫৮ PM
https://i.ibb.co/xCr0n95/f4ee286191d1667f76ffdbd23f739074f59a73c91ae9956e.jpg
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গোপালগঞ্জের জব্দ করা সম্পত্তি সাভানা ইকো রিসোর্ট থেকে মাছ চুরির অভিযোগে পার্কের মৎস্য হ্যাচারি কর্মকর্তা সফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার এজহার সূত্রে জানা যায়, শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় গোপনে মাছ ধরার খবর পায় দুদক। পরে অভিযান চালালে দুদক টিম আসার খবর পেয়ে আসামিরা পালিয়ে যান। তখন মাছ ধরার কাজে নিয়োজিত জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, রিসোর্টের মৎস্য হ্যাচারি কর্মকর্তা সফিকুল ইসলামের নির্দেশে তারা মাছ ধরছেন। পরে ৮৩ হাজার ৭৫৪ টাকায় মাছ বিক্রি করে সরকারি খাতে জমা দেয়ার উদ্যোগ নেয় দুদক।
এর আগে গত ২৩ মে বেনজীর আহমেদের এ সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত।খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত র‍্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে ২০২২ পর্যন্ত আইজিপি থাকার সময়ে বেনজীর আহমেদ গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমিতে গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। ভয় দেখিয়ে, জোর করে ও নানা কৌশলে জমি কেনা হলেও অনেক জমি দখল করা হয়েছে।
বিস্তারিত: https://www.somoynews.tv/news/2024-06-08/VQWRs75J

Copyright © 2024

Daily Metro All rights reserved

Privacy Policy
fb.pngX.pnggmail.pngig.pngwhatsApp.png