public/icons8-arrow-back-96.pngসকল

বুটেক্সে শুদ্ধাচার চর্চা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধি // বুটেক্স প্রতিনিধি .

মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ এ ৬:৫৮ PM
https://i.ibb.co/N3KX792/received-496966949443923.jpg
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হলো শুদ্ধাচার চর্চা শীর্ষক সেমিনার। মঙ্গলবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠানে সেমিনারের পাশাপাশি শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।

বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো: পারভেজ হাসান, বুটেক্সের রেজিস্ট্রার কাবেরী মজুমদার। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বুটেক্স সাংবাদিক সমিতির সাংবাদিকবৃন্দ।

উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মোট তিন ক্যাটাগরি হতে একজন করে মোট তিনজনকে পুরষ্কৃত করা হয়। পুরষ্কার প্রাপ্তরা হলেন ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হোসেন, সহকারী টেকনিক্যাল অফিসার মো: আইয়ুব আলী ও ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস সহায়ক মো: জুয়েল।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শুদ্ধাচারের বিভিন্ন দিক ও এর প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাতের পাশাপাশি শুদ্ধাচার মেনে জীবন পরিচালনার গুরুত্বারোপ করেন।
বিস্তারিত: https://www.dailymetro.net/144

Copyright © 2024

Daily Metro All rights reserved

Privacy Policy
fb.pngX.pnggmail.pngig.pngwhatsApp.png