public/icons8-arrow-back-96.pngসকল

দুই হাত হারানো সাবেক চবি শিক্ষার্থী বাহার আটক

প্রতিনিধি নাফিউল ইকবাল, চবি প্রতিনিধি.

বুধবার, ১২ জুন, ২০২৪ এ ১১:৪১ PM
https://i.ibb.co/0ys8HcS/IMG-20240612-WA0005.jpg
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বাহার তার সামাজিক যোগাযোগ মাধ্যমের জানান"বড় দু:খের সাথে আপনাদের জানানো হচ্ছে আপনাদের প্রিয় বাহার উদ্দিন রায়হান কে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে" তিনি আরও জানান সত্য ও ন্যায়ের পথে আওয়াজ তোলার অপরাধে, ঠুনকো অভিযোগের ভিত্তিতে আইসিটি মামলায় আজকে দুপুরে বাহারকে থানায় সোপর্দ করা হয়। গ্রাম্য রাজনীতি ও তথাকথিত প্রভাবশালীদের কালোথাবা থেকে মুক্ত হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও দেশ বিদেশে শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া ও চেয়েছেন বাহার। প্রশঙ্গত,বাহারের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে। ২০০৪ সালের ৩০ অক্টোবর এক দুর্ঘটনায় এক হাত ও আরেক হাতের কনুই পর্যন্ত হারান। পরে মুখ দিয়ে লেখে ২০১৪ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৩ দশমিক ৪১ পেয়ে এসএসসি পাস করেন রায়হান। তারপর চকরিয়া কলেজে থেকে এইচএসসি পাস করে প্রতিবন্ধী কোটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পান তিনিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০০১৬-১৭ বর্ষে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন এবং স্নাতকোত্তরে জিপিএ ৪-এর মধ্যে পেয়েছেন ৩ দশমিক ১৩।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের ‘প্রশিক্ষণ সমন্বয়ক’ পদে নিয়োগ দেওয়া হয়েছিলো চবির সদ্য সাবেক শিক্ষার্থী দুই হাত হারানো বাহার উদ্দিন রায়হানকে।তারপর বিনা নোটিশে তার চাকুরি চলে যাওয়ার পর তিনি বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন ও অভিযোগ তোলেন বাহার, যার কারণে তিনি দেশের মানুষের কাছে পরিচিত লাভ করেন।

Copyright © 2024

Daily Metro All rights reserved

Privacy Policy
fb.pngX.pnggmail.pngig.pngwhatsApp.png