public/icons8-arrow-back-96.pngসকল

বেরোবিতে সাহিত্য বিষয়ক দ্বি-দিবসীয় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

শনিবার, ২৯ জুন, ২০২৪ এ ১২:৩৮ PM
https://i.ibb.co/7bwdBhH/IMG-20240629-WA0003.jpg
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দু'দিনব্যাপি সাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানের প্রথম দিনে সকাল ৯ টায় র্্যালি শেষে ৯.৩০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে উদ্ভবনী অনুষ্ঠান শুরু হয়।

বিভাগীয় প্রধান অধ্যাপক অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান(তুহিন ওয়াদুদ) বলেন,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের বাংলা বিভাগ প্রতিমাসে ধারাবাহিক সেমিনারের আয়োজন করে। শিক্ষার্থীদের লেখা মনন সমুন্নত করার লক্ষ্যে আমরা এই আয়োজন করে থাকি। দেশ বিদেশের অনেক প্রথিতযশা প্রাজ্ঞজনেরা এসব সেমিনারের বক্তা থাকেন। এবার দুদিনব্যাপী সাহিত্যবিষয়ক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছি। বৃহৎ পরিসরে এরকম আয়োজন এবারই প্রথম। নানামাত্রিক সীমাবদ্ধতার বাস্তবতাকে ধারণ করেও শিক্ষার্থীদের জ্ঞানকেন্দ্রিক আকাঙ্ক্ষা পুরণ করতে আমরা সেমিনার চর্চার ধারাবাহিকতায় সক্রিয় আছি। মুক্তিযুদ্ধ শিল্প সাহিত্য-সংস্কৃতি রাজনীতি অর্থনীতি-সমাজনীতি কেন্দ্রিক জ্ঞান অনুশীলনের ভেতর দিয়ে শিক্ষার্থীদের অতকাঠামো প্রগতিবাদের ধারায় বিন্যস্ত করার অভিপ্রায় আমাদের।পাঠক্রম আমাদের শিক্ষার্থীদের চিন্তার বলয়ে প্রবেশ করায়, সেই বলয় বিবিধ মাত্রার জ্ঞানের রসায়নে জারিত হলে জ্ঞান আরও বস্তুনিষ্ঠ হবে। শিক্ষার্থীরা চিন্তার স্বাতন্ত্র্য বজায় রেখে হবে ভবিষ্যৎ অভিমুখী। দ্বি-দিবসীয় আন্তর্জাতিক সেমিনার হয়ে উঠুক সেই অভিযাত্রার অনুষঙ্গ।বাংলা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার বাস্তবায়নের ক্ষেত্রে অনেকেই সহযোগিতা করেছেন। সবচেয়ে বড় সহযোগিতা করেছেন সেমিনারের প্রধান অতিথি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হাসিবুর রশীদ। তার আনুকূল্য আমাদের উদ্যোগ গ্রহণের ভিত্তিভূমি। অতীতে কলা অনুষদের আয়োজনে আন্তর্জাতিক কনফারেন্সেও তিনি মানসিক-আর্থিক সব রকম শক্তি যুগিয়েছেন। তার সেই সহায়তা আমাদেরকে বিভাগীয় উদ্যোগে সেমিনার করার বিষয়ে উদ্যমী করেছে। আমাদেরকে আরেকজন স্বল্পভাষী গুণি উৎসাহিত করে চলেছেন; তিনি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মজিব উদ্দীন আহমদ। আমাদের অনুষ্ঠানে আগত প্রবন্ধ উপস্থাপক, আলোচক সবার আন্তরিক সহায়তার প্রতি ভালোবাসা জানাচ্ছি। বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মসহায়ক প্রত্যেকের ঐকান্তিক শ্রমে আমাদের এই সেমিনার। বিশেষ করে ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.রাশিদ আসকারী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাহেল রাজিবের কথা সবিশেষ উল্লেখযোগ্য ।শিক্ষার্থীরাসহ উপস্থিত যে কেউ এই সেমিনারের মাধ্যমে সমৃদ্ধ হলে আমাদের এই আয়োজন সার্থক। সংশ্লিষ্ট সবার প্রতি অপার কৃতজ্ঞতা, অশেষ ভালোবাসা।
অনুষ্ঠানসূচি
প্রথম দিন (২৯ জুন, 2028 )
প্রথম পর্ব: (৯.০০-৯.১০)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ উদ্বোধনী অনুষ্ঠান ( ৯.১৫-৯.৪৫)
ভেন্যু: ২য় তলা, ক্যাফেটেরিয়া, বেরোবি, রংপুর
প্রধান অতিথি
অধ্যাপক ড. মোঃ হাসিবুর রশীদ
মাননীয় উপাচার্য
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
বিশেষ অতিথি :
অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ
ট্রেজারার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
অধ্যাপক ড. শফিকুর রহমান
ডিন, কলা অনুষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
স্বাগত বক্তৃতা:
ড. নিতাই কুমার ঘোষ
অধ্যাপক, বাংলা বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
সঞ্চালনা:মোঃ খাইরুল ইসলাম প্রভাষক, বাংলা বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
সভাপতি অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান
বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
দ্বিতীয় পর্ব (১০.০০- ১১.০০)
ভেন্যু: ২০১, গ্যালারি রুম, মার্কেটিং বিভাগ, ৩ নম্বর
একাডেমিক ভবন, বেরোবি, রংপুর
কিনোট উপস্থাপনঃ
বিষয়: উত্তর ঔপনিবেশিক তত্ত্বের আলোকে রবীন্দ্র-নজরুল পুনপাঠ
কিনোট স্পিকার:
অধ্যাপক ড. রাশিদ আসকারী
প্রাক্তন উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

Copyright © 2024

Daily Metro All rights reserved

Privacy Policy
fb.pngX.pnggmail.pngig.pngwhatsApp.png