public/icons8-arrow-back-96.pngসকল

সাপ্তাহিক এক দিনের অনলাইন ক্লাসের সিন্ধান্ত থেকে সরে এলো বেরোবি

প্রতিনিধি মোঃশামসুর রহমান সুমন রেরোবি প্রতিনিধি.

রবিবার, ৩০ জুন, ২০২৪ এ ৫:২১ PM
https://i.ibb.co/Rb7FnHj/IMG-20240630-WA0001.jpg
দেশজুরে জ্বালানি সংকট তীব্র হওয়ায়,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক একদিন অর্থাৎ বৃহস্পতিবার সশরীরে উপস্থিত না থেকে অনলাইন ক্লাসের সিন্ধান্ত নেয়।কিন্তু ৪৭ তম একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে শনিবার ১০৫ তম সিন্ডিকেট সভায় নতুন সময়সূচির অনুমোদন দেয়া হয়।আগামী ১লা জুলাই থেকে নতুন সময়সূচি কার্যকর হতে যাচ্ছে। নতুন সময়সূচি অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিয়মিত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস, ক্লাস ও পরীক্ষাসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এখন থেকে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার । ক্লাস চলবে রবিবার থেকে বৃহস্পতিবার।

শনিবার ২৯-শে জুন বিকেলে বিশ্ববিদ্যালয়টির তথ্য ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

Copyright © 2024

Daily Metro All rights reserved

Privacy Policy
fb.pngX.pnggmail.pngig.pngwhatsApp.png