public/icons8-arrow-back-96.pngসকল

কোটা সংস্কার দাবিতে আজও আন্দোলনে নামছে বেরোবি শিক্ষার্থীরা

সোমবার, ১ জুলাই, ২০২৪ এ ১১:১৩ AM
https://i.ibb.co/x6XHRXf/IMG-20240701-WA0003.jpg
বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকগণ যখন প্রত্যয় পেনশন স্কিম বাতিদের দাবিতে ক্লাস পরিক্ষা বর্জনের ডাক দিয়েছে,তখনো থেমে নেই কোটা আন্দোলনে সরব হওয়া বেরোবির সাধারণ শিক্ষার্থীগন। ৩০ শে জুন বিকেল ৪ ঘটিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়টির সেন্ট্রাল লাইব্রেরি থেকে র্ ্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২ নং গেইট এ সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।আজ ১ জুলাই পূণরায় কোটা সংস্কার চেয়ে বিক্ষোভ ও ছাত্র সমাবেশের ডাক দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয় টির রাসেল চত্বর (মিডিয়া চত্তরে) অবস্থান নিয়ে কর্মসূচির যাত্রা শুরু হবে।বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন,"হাইকোর্টের রায়কে আমরা সম্মান করি তবে কোন বৈষম্যমূলক রায়ের প্রতিবাদ আমরা করতেই পারি একজন সুনাগরিক হিসেবে।রাষ্টপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করেছে সেহেতু আমাদের আন্দোলন কে ভিন্ন খাতের বা দল মতের বলে অপবাদ দেবার কোন সুযোগ নেই।"

Copyright © 2024

Daily Metro All rights reserved

Privacy Policy
fb.pngX.pnggmail.pngig.pngwhatsApp.png