public/icons8-arrow-back-96.pngসকল

বাংলাদেশি জাহিদ সবুর গুগলের এআই এ্যপ জেমিনি এর লিড ইঞ্জিনিয়ার

বুধবার, ১৫ মে, ২০২৪ এ ৭:০৪ PM
https://i.ibb.co/p3GCjmN/Screenshot-2024-05-15-at-7-09-54-PM.png
জাহিদ সবুর গুগলের একজন বাংলাদেশী প্রকৌশলী। তিনি গুগলের জেমিনি মোবাইল অ্যাপের ইঞ্জিনিয়ারিং লিড হিসেবে কাজ করেন। তার অবদানের মাধ্যমে এই প্রকল্পটি অত্যন্ত সাফল্যের প্রাপ্তি করেছে। তিনি AIUB থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞতায় ডিগ্রী অর্জন করেছেন এবং তার দক্ষতা এই সাফল্যের পেছনের পিছনে অনেকটা অবদান রেখেছে। তার নেতৃত্বে তার দল জেমিনি অ্যাপটি বাস্তবায়নের পথে অনেকটা পূর্ণতা প্রাপ্ত করেছে। গতকাল তিনি তার ফেসবুক প্রোফাইলে গর্বের সাথে এই অভাবনীয় সাফল্যের কথা প্রকাশ করেন। তিনি তার পোস্টে উল্লেখ করেন:
'ব্যস্ততার কারণে অনেকদিন নিয়মিত পোস্ট করা হয় না। কি নিয়ে ব্যস্ত সেটাও বলা হয়ে ওঠেনা কাজের গোপনীয়তা রক্ষার স্বার্থে। আজকে Google I/O ইভেন্ট যারা দেখেছেন তারা অবশ্যই জানবেন Gemini কি বস্তু। গুগলের Gemini মোবাইল অ্যাপ আমার টিমের তৈরি এবং আমি এর ইঞ্জিনিয়ারিং লিড। এখনো অনেক কাজ বাকি কিন্তু এই পর্যায়ে নিয়ে আসতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে সেটা পুরোটাই সার্থক। শুধুমাত্র এই কারণে না যে দুই ট্রিলিয়ন মার্কেট ক্যাপের কোম্পানির মূল বাৎসরিক ইভেন্টের ওপেনিংয়ে সিইও স্বয়ং হাইলাইট করেছে, তাছাড়াও আমি গভীরভাবে বিশ্বাস করি এই কাজের মাধ্যমে সময়ের সাথে সাথে বহু মানুষের অনেক ধরনের উপকার হবে। জীবনে যে কোন কাজের পিছনে এরচেয়ে বড় কোন সার্থকতা আমার জানা নেই। এই সুযোগ এবং অর্জনের জন্যে যারা আমার জন্যে দোয়া করে এসেছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা।'

Copyright © 2024

Daily Metro All rights reserved

Privacy Policy
fb.pngX.pnggmail.pngig.pngwhatsApp.png