public/icons8-arrow-back-96.pngসকল

ছোবল খেয়ে রাসেলস ভাইপারকে নিয়েই হাসপাতালে কৃষক

শুক্রবার, ৩১ মে, ২০২৪ এ ৬:১৫ PM
https://i.ibb.co/Vg7wTtF/kusthia-20230703190520.jpg
রাজশাহী জেলার চারঘাটের কৃষি জমিতে কাজ করতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে আহত হয়েছেন এক কৃষক। পরে তিনি সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এরপর হেফজুল আলী (৪৫) নামের ওই কৃষক সাপটিকে নিয়ে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
শুক্রবার (৩১) মে সকাল ১০ টার দিকে উপজেলার পিরোজপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ওই কৃষককে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।আহত হেফজুল জানান, সকাল সাড়ে ৮টায় ধানক্ষেতে কাজের জন্য গেলে একটি সাপ তাকে কামড় দেয়। এ সময় তিনি আতঙ্কিত না হয়ে নিজেই সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে সাপসহ স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে গেলে তাকে রাজশাহী মেডিকেলে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। তার ধারণা, চিকিৎসকরা সাপ দেখলে দ্রুত সঠিক ওষুধ (অ্যান্টিভেনম) দিতে।সাপটিকে মেরে হাসপাতালে কৃষকের চিকিৎসা নিতে আসা খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে চাঞ্চল্য সৃষ্টি হয়, হেফজুলকে এক নজর দেখতে ছুটে আসেন অন্যান্য রোগী ও স্বজনরা।

Copyright © 2024

Daily Metro All rights reserved

Privacy Policy
fb.pngX.pnggmail.pngig.pngwhatsApp.png